ভোট সামনে রেখে রাজশাহীতে নামল কিউআরটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৯:০৬ এএম, ৩০ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করেছে রাজশাহী নগর পুলিশ। নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দাঙ্গা দমনসহ যেকোনো সংকটময় মুহূর্তে দ্রুত ব্যবস্থা নেবে বিশেষ এই দলটি।

১২ সদস্যের এই দলে রয়েছেন ২ জন এসআই, ১ জন সার্জেন্ট, ৩ জন এএসআই ও ৬ জন কনস্টেবল। বৃহস্পতিবার বিকেলে দলটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার একেএম হাফিক আক্তার।

QRT-Team

এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী সোয়াটের আদলে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) গঠন করে আরএমপি। জঙ্গি দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে বিশেষ পারদর্শী এ দলগুলো। দেশে এবং বিদেশে সিআরটি ও কিউআরটি সদস্যদের উচ্চতর প্রশিক্ষণ দেয়া হয়েছে।

আরএমপি কমিশনার একেএম হাফিক আক্তার বলেন, পুলিশি সেবাকে জনগণের দ্বোরগড়ায় পৌঁছে দিতে নগর পুলিশ বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে আধুনিক পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। দ্রুততার সঙ্গে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কিউআরটি নগর এলাকায় কাজ করবে। নগরীর নিরাপত্তায় সবার সহায়তা চান আরএমপি কমিশনার।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।