সোনাগাজীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৯ আগস্ট ২০১৫

ফেনীর সোনাগাজীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে উপজেলা শহরে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই দিন সোনাগাজী উপজেলার জিরো পয়েন্টে এলাকার মানিক প্লাজার বধু সাজ দোকানে অতর্কিত হামলা চালান বেশ কয়েকজন বহিরাগত। তারা দোকান মালিক রিফাতকে মারধর করে ভাঙচুর ও কাপড়-চোপড় তছনছ করেন। এ ঘটনায় মার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে বহিরাগতদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা গটে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন, পৌরসভার তুলাতলি গ্রামের আবদুল্লাহসহ (৩০) অন্তত পাঁচজন আহত হন।

দোকান মালিক রিফাত জাগো নিউজকে জানান, গত দু`তিন দিন আগে তার দোকানের এক কর্মচারীর সঙ্গে এক ক্রেতার সামান্য কথাকাটাটি হয়। পরবর্তীতে বুধবার সকালে ওই ক্রেতাসহ বেশ কয়েকজন বহিরাগত দোকানে অতর্কিত হামলা চালান। তিনি দাবি করেন, হামলাকারীরা দোকানে রাখা দুই লাখ টাকা নিয়ে যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক নবীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগের পর প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান।

জহিরুল হক মিলু/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।