জামিন চাইতে গিয়ে কারাগারে বিএনপি প্রার্থী খোকন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২৯ নভেম্বর ২০১৮

বিশেষ নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে জামিন নামঞ্জুর করে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাবুল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে খায়রুল কবির খোকনের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া বলেন, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিশেষ নিরাপত্তা আইনের একটি মামলায় ২৭ জনকে আসামি করে এজাহার দাখিল করা হয়েছিল। সেখানে জেলা বিএনপির সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নাম না থাকলেও ২৫ নভেম্বর ২৭৩ জনের নাম উল্লেখ করে চার্জশিট দেয় পুলিশ।

বৃহস্পতিবার ওই মামলায় খোকনসহ তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে জেলা ও দায়রা জজ আদালত দুইজনের জামিন মঞ্জুর করলেও খোকনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

অ্যাডভোকেট আব্দুল বাছেদ আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে রাখার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে মিথ্যা এ গায়েবি মামলা দায়ের করা হয়। এ মামলার এজাহারের কোথাও তার নাম ছিল না। যেহেতু নির্বাচনে অংশ নেবেন সেহেতু এ মামলায় জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করেন আদালত।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।