পাবনার ৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৮ নভেম্বর ২০১৮

পাবনার পাঁচটি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা উৎসবমুর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের কাছে এবং বিভিন্ন উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারদের কাছে এসব মনোনয়নপত্র দেন তারা।

পাবনা-১ আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, অধ্যাপক আবু সাইয়িদ (গণফোরাম), অ্যাডভোকেট শামসুল হক টুকু (আওয়ামী লীগ), নজরুল ইসলাম (ওয়ার্কার্স পার্টি), সরদার শাজাহান (জাতীয় পার্টি), ডা. আব্দুল বাসেত (স্বতন্ত্র), মো. সাখাওয়াত হোসেন (এনপিপি), আব্দুল মতিন (ইসলামী আন্দোলন), নাজিবুর রহমান(স্বতন্ত্র) ও জুলহাস উদ্দিন (গণসংহতি)।

pabna-Nomination-Submit

পাবনা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন। তারা হলেন, আহমেদ ফিরোজ কবির (আওয়ামী লীগ), একেএম সেলিম রেজা হাবিব (বিএনপি), হাসান জাফির তুহিন (বিএনপি), আব্দুল হালিম সাজ্জাদ (বিএনপি), মো. রেজাউর রহিম (জাসদ-ইনু), মো. সাখাওয়াত হোসেন (এনপিপি) ও মো. ইদ্রিস আলী (ইসলামী আন্দোলন)।

পাবনা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন। তারা হলেন, কেএম আনোয়ারুল ইসলাম (বিএনপি), হাসাদুল ইসলাম হীরা (বিএনপি), সাবেক এয়ার ভাইস মার্শাল (অব.) ফখরুল আযম রনি (স্বতন্ত্র), মো. হাসানুল ইসলাম রাজা (স্বতন্ত্র), মো. খায়রুল আলম (গণতন্ত্রী পার্টি) ও মো. আবদুল মোতালেব (ইসলামী আন্দোলন)।

pabna-Nomination-Submit

পাবনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন- শামসুর রহমান শরিফ ডিলু (আওয়ামী লীগ), সিরাজুল ইসলাম সর্দার (বিএনপি), হাবিবুর রহমান হাবিব (বিএনপি), জেলা জামায়াত আমির মাওলানা আবু তালেব মন্ডল (স্বতন্ত্র) ও মাওলানা আব্দুল জলিল (ইসলামী আন্দোলন)।

পাবনা-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন। তারা হলেন, গোলাম ফারুক প্রিন্স (আওয়ামী লীগ), শামসুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি), মামুনুর রশিদ খান (বিএনপি), জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন (স্বতন্ত্র), আব্দুল কাদের (জাতীয় পর্টি),মো. জাকির হোসেন (ওয়ার্কার্স পার্টি), মো. আরিফ বিল্লাহ (ইসলামী আন্দোলন), আবু দাউদ (এনপিপি) ও ডা. ইসমাইল হোসেন (খেলাফত মজলিশ)।

একে জামান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।