রাজশাহীর পদ্মায় মিললো প্রতিবন্ধীর মরদেহ


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৯ আগস্ট ২০১৫

রাজশাহী নগরীর তালাইমারী শহীদ মিনার সংলগ্ন পদ্মা নদী থেকে সামেজুল ইলাম ওরফে ফুলা (৫৫) নামে এক শারীরিক প্রতিবন্ধীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মৃতদেহটি উদ্ধার করে বোয়ালিয়া থানা পুলিশ। ১৫ দিন আগে সামেজুল ইসলাম বাড়ি থেকে হারিয়ে যায় বলে তার পারিবার নিশ্চিত করেছে।

ফুলার বড় বোন তামেজা জানান, তার ভাই প্যারালাইজড রোগি। বাড়ি ও পাশের চায়ের দোকান ছাড়া তিনি কোথাও যেতেন না। ১৫ দিন আগে দোকানে গিয়ে তিনি আর ফিরেননি। এরপর তাকে অনেক খোঁজা হয়। কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

বুধবার সকালে তালাইমারী শহীদ মিনারের কাছে পদ্মা নদীতে স্থানীয় লোকজন তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে নিয়ে যায়।

এদিকে সামেজুল ইসলাম ফুলা নিঁখোজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিলো। সেই সুত্র ধরে পুলিশ মরদেহটি সনাক্ত করে পরিবারকে জানান।  

নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জাগো নিউজকে জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

শাহরিয়ার অনতু/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।