টাঙ্গাইল-২ আসনে আ.লীগের মনোনয়ন নিয়ে ধূম্রজাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৮ নভেম্বর ২০১৮
তানভীর হাসান ছোট মনির ও খন্দকার মশিউজ্জামান রোমেল

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নকে ঘিরে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এ আসনটিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দুইজন।

এরা হলেন- জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির ও বর্তমান সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল।

এ আসনে দুই প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দলীয় মনোনয়ন বোর্ড সদস্য ড. আব্দুর রাজ্জাক।

তিনি জানান, বুধবার কেন্দ্র থেকে খন্দকার মশিউজ্জামান রোমেলকে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। কৌশলগত কারণে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের দুইজন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে।

এদিকে টাঙ্গাইল-২ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি- তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা গুঞ্জন। ধোঁয়াশার মধ্যে পড়েছেন নেতাকর্মীরা।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।