উত্যক্তের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৯ আগস্ট ২০১৫

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় সিরাজগঞ্জের তাড়াশে মা খুশি বেগমকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত খুশি বেগম উপজেলার ভাটরা গ্রামের কামরুল ইসলামের স্ত্রী। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

নওগাঁ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ খন্দকার জানান, ভাটরা গ্রামের বিদেশ ফেরত হানেফ আলী দেশে ফেরার পর থেকেই একই গ্রামের কামরুল ইসলামের মেয়েকে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে বেশ কয়েকদিন হানেফ আলীকে সতর্কও করা হয়। এরই জের ধরে বুধবার দুপুরে কামরুলের স্ত্রী খুশী বেগমের সঙ্গে হানেফ আলীর স্ত্রী নিরালা বেগমের তর্ক শুরু হয়।

এক পর্যায়ে নিরালা বেগম ও হানেফ আলী মিলে খুশী বেগমকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম জানান, নিহতের ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাদল ভৌমিক/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।