বান্দরবানে হাট-বাজার বর্জন কর্মসূচি চলছে


প্রকাশিত: ০৬:১৪ এএম, ১৯ আগস্ট ২০১৫

পার্বত্য শান্তি চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার ডাকা অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বান্দরবান জেলায় হাটবাজার বর্জনের কর্মসূচি চলছে। বুধবার সকাল ৬টা থেকে শহরের মধ্যমপাড়া এলাকার কোনো হাট-বাজার বসেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, আদিবাসীদের এলাকা হিসেবে পরিচিত মধ্যমপাড়া এলাকায় দূর থেকে কোনো পাহাড়ি-বাঙালি সবজি ব্যবসায়ী আসেনি। খোলেনি কোনো প্রকার দোকান-পাট। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতাকর্মীদের শহরের বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করতে দেখা গেছে।

অপরদিকে, জেলার প্রধান বাজার বান্দরবান বাজারে হাট-বাজার বসেছে। সকল ধরনের দোকান-পাট ছিল খোলা। পণ্য কেনা-বেচা ছিল স্বাভাবিক।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন জানান, কর্মসূচিকে ঘিরে জেলা শহরে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাদা পোশাক পরিহিত পুলিশও মোতায়েন আছে।

প্রসঙ্গত, গত ১৪ আগস্ট শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বুধবার সকাল-সন্ধ্যা বান্দরবানে হাট-বাজার বর্জন কর্মসূচির ডাক দেয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।

সৈকত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।