কে হবেন কচুয়ায় নৌকার মাঝি?

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১২:৩৭ এএম, ২৬ নভেম্বর ২০১৮

ড. মহীউদ্দীন খান আলমগীর ও সাবেক রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মো. গোলাম হোসেনকে চাঁদপুর-১ আসন কচুয়ায় মনোনয়ন দেয়ায় আওয়ামী সমর্থকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

রোববার দলের কচুয়া কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী সমর্থকদের মাঝে ব্যাপক গুঞ্জন ও উৎসাহ ছিল কে পাচ্ছেন কচুয়া আসনে দলীয় মনোনয়ন।

সকাল হতে দলীয় কার্যালয়ে ড. মহীউদ্দিন খানের সমর্থকদের ভিড় ছিল এবং অন্যদিকে কচুয়া মিয়ার বাজারে অবস্থিত আলোকিত হাসিমপুর গোলাম হোসেনের দলীয় কার্যালয়ে ও তার সমর্থকদের ভিড় ছিল কখন তাদের নেতার নাম প্রকাশ হবে। দুপুর ১টায় ইলেকট্রনিক মিডিয়ায় ড. মহীউদ্দীন খান আলমগীরের নাম প্রকাশ পাওয়ায় তার সমর্থকদের মাঝে আনন্দ উল্লাসের হিড়িক পড়ে। পরক্ষণেই অল্প সময়ের ব্যবধানে গোলাম হোসেনের নামও প্রকাশ পাওয়ায় এই শিবিরের নেতাকর্মীরাও আনন্দ উল্লাসে ফেটে পড়েন।

গতকাল রোববার সারাদিন কচুয়ার চায়ের দোকান থেকে শুরু করে সর্বমহলে আলোচনার ঝড় ছিল কে হবেন কচুয়া নৌকার মাঝি। তবে উভয়পক্ষই তাদের নেতার পক্ষে দলীয় মনোনয়নে শতভাগ আশাবাদী।

ইকরাম চৌধুরী/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।