কুমিল্লায় আটক দুই বিএসএফ সদস্যকে হস্তান্তর
কুমিল্লা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকের ১৩ ঘণ্টা পর মুকেশ কুমার ও রবিউল ইসলাম নামের দুই বিএসএফ সদস্যকে উভয় দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক শেষে রাত পৌনে ৯টার দিকে হস্তান্তর করা হয়েছে। বিজিবির কুমিল্লার ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল মো. নজরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী বলেরডেবা এলাকা দিয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে বিএসএফের একটি দল মোস্তফা কামাল নামের এক গরু ব্যবসায়ীকে ধাওয়া করে। এক পর্যায়ে তারা বাংলাদেশের আধা-কিলোমিটার অভ্যন্তরে বলেরডেবা গ্রামে অস্ত্রসহ ঢুকে পড়ে এবং ওই গ্রামের মোস্তফা কামালকে আটক করে রাইফেলের বাট দিয়ে পিটিয়ে আহত করে।
এসময় স্থানীয় লোকজন এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এগিয়ে আসলে বিএসএফ সদস্যরা ৫-৬ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পিছু হটতে থাকলে উত্তেজিত জনতা মুকেশ কুমার ও রবিউল ইসলাম নামের দুই বিএসএফ সদস্যকে আটক করে।
পরে স্থানীয়রা তাদেরকে বৌয়ারা বাজার বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে। বিকেল সাড়ে ৫টার দিকে উভয় দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়ে চলে রাত পৌনে ৯টা পর্যন্ত।
বিজিবির কুমিল্লার ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিবির বাজার সীমান্তের কটকবাজার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদসহ ভবিষ্যতে বিএসএফকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে রাত ৮টা ৪৫ মিনিটে হস্তান্তর করা হয়েছে।
কামাল উদ্দিন/বিএ