টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৩ নভেম্বর ২০১৮

টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু (৪৩) নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাহাড় কাঞ্চনপুর বিমান বাহিনী ঘাঁটির টেলকি ফায়ারিং জোনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ আহমেদ দীপু পাবনার ঈশ্বরদী পৌর এলাকার শের শাহ রোডের আফজাল বিশ্বাসের ছেলে।

biman

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, বিমান বিধ্বস্তের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বিমানটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় নিহত পাইলটের মরদেহটি ক্ষতবিক্ষত হওয়াসহ দুর্ঘটনাকবলিত বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে। নিহত পাইলটের নাম ছাড়া বিস্তারিত ঠিকানা তারা নিশ্চিত হতে পারেননি বলেও জানান তিনি।

biman

এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের বিমান বাহিনীর মহড়া ছিল। মধুপুর বনে পরিচালিত এ মহড়ার অংশ হিসেবে শুক্রবার বিকেল ৩টা ৪০ মিনিটে মহড়া চলাকালে বাংলাদেশ বিমানের এফ-৭ পিজি নামক একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুর্ঘটনাকবলিত বিমানের পাইলট আরিফের মৃত্যু হয়।

আরিফুর রহমান টগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।