দিনদুপুরে অস্ত্র উঁচিয়ে বাসায় ঢুকল ডাকাত
নরসিংদীতে দিনদুপুরে সন্তানের গলায় ছুরি রেখে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টা দিকে পৌর শহরের পশ্চিমকান্দা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ৪-৫ জনের একটি ডাকাত দল পশ্চিমকান্দা পাড়া এলাকার স্বপন সাহার বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
পরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের জন্য স্বপনের সন্তানের গলায় ছুরি চালানোর চেষ্টা করে ডাকাতরা। এ সময় আলমারিতে থাকা নগদ ৬০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার বের করে দেয় পরিবার। সেইসঙ্গে বাড়ির মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় তারা। খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্বপনের স্ত্রী বলেন, হঠাৎ ৪-৫ জন লোক অস্ত্র উঁচিয়ে বাসায় ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের জন্য আমার সন্তানের গলায় ছুরি চালানোর চেষ্টা করে। ছেলেকে বাঁচাতে বাধ্য হয়ে কোথায় কী আছে, তা বলে দেই। একপর্যায়ে সবকিছু লুট করে নিয়ে যায় তারা।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ নিয়ে তদন্ত চলছে। এখানে ডাকাতি নাকি অন্য কোনো বিষয় আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
সঞ্জিত সাহা/এএম/পিআর