ধানক্ষেতে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ
জয়পুরহাটের পাঁচবিবিতে নাজু হোসেন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কাঁশড়া গোবিন্দপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাজু একই গ্রামের মাছুম আহমেদের ছেলে।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, মঙ্গলবার বিকেল থেকে কিশোর নাজু নিখোঁজ ছিল। বুধবার দুপুরে এলাকাবাসী ওই গ্রামের একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
রাশেদুজ্জামান/আরএআর/আরআইপি