বিকাশে প্রতারণা করাই তাদের পেশা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:০১ পিএম, ২০ নভেম্বর ২০১৮

ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে তিন প্রতারককে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের চরকমলাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- অখিল মন্ডল (২৬), রাধু মন্ডল (২৫) এবং সুজন মন্ডল (২৬)। তাদের বাড়ি ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়ায়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চরকমলাপুর এলাকার নুরজাহান ভিলা ছাত্রাবাসে মোবাইলে ফোনালাপ করে বিকাশের মাধ্যমে প্রতারণা করা অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ও বিভিন্ন কোম্পানির ৫৬টি সিম উদ্ধার করা হয়। মোবাইলে বিকাশের মাধ্যমে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করাই তাদের পেশা বলে উল্লেখ করেন ওসি।

বি কে সিকদার সজল/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।