কুষ্টিয়া মডেল থানার ৪ পুলিশকে বদলি
কুষ্টিয়া মডেল থানার দুই কর্মকর্তাসহ চারজনকে জেলার বিভিন্ন এলাকায় বদলি করা হয়েছে। পুলিশ সুপার প্রলয় চিসিম মঙ্গলবার দুপুরে এ বদলি আদেশ দেন।
গত শনিবার জাতীয় শোক দিবসের র্যালি শেষে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার পরের দিন দায়িত্বে অবহেলায় ওসি আবদুল খালেককে প্রত্যাহার করে খুলনা রেঞ্জে সংযুক্ত করা হয়। তিনদিন পর একযোগে চার পুলিশকে বদলি করা হলো।
বদলি হওয়া পুলিশ সদস্যরা হলেন, কুষ্টিয়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (শওকত হোসেন), উপ-সহকারী পরিদর্শক আনোয়ার হোসেন, পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন, বকসি একরামুল হক।
শওকত হোসেনকে কুষ্টিয়া আদালতে, আনোয়ার হোসেনকে মিরপুর থানার আওতাধীন কাকিলাদহ পুলিশ ক্যাম্পে, কনস্টেবল আনোয়ারকে দৌলতপুর থানার পিপুলবাড়িয়া ক্যাম্পে ও বকসি একরামুল হককে একই থানার আওতাধীন তেকালা ক্যাম্পে বদলি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, ১৫ আগস্টে শোক র্যালি শেষে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা ও থানার কাজ সুষ্ঠুভাবে করার জন্য তাদের অন্যত্র বদলি করা হয়েছে। খুনের ঘটনায় এর আগে তিন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে গুলি ছোঁড়ার ঘটনায় সেই বরখাস্তকৃত পুলিশসহ জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আল-মামুন সাগর/এসএস/আরআইপি