রাজশাহীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬


প্রকাশিত: ১২:২৬ পিএম, ১৮ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

রাজশাহীতে বালুবোঝাই ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোভ্যান চালক ও একই পরিবারের পাঁচজনসহ ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে পুঠিয়া উপজেলার তেবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বালুবোঝাই ট্রাকে আগুন লাগিয়ে দেয়।

নিহত ভ্যান চালকের নামে বিদ্যুৎ (৩৫)। এছাড়া একই পরিবাবের নিহত ৫ সদস্য হলেন, সুমি (৩০), বৃষ্টি (২২), পূজা (১০), রুদ্র (৬) ও আনুমানিক ২৫ বছর বয়সী এক নারী। নিহতরা একে অপরের সম্পর্কে কি হন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের সবার বাড়ি পুঠিয়া উপজেলার ডাশমারিয়া গ্রামে।

স্থানীয়রা জানায়, বিকেলে পুঠিয়ার তেবাড়িয়া এলাকায় ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ভ্যান চালকসহ অটোরিকশার ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরে স্থানীয় জনতা বালুবোঝাই ট্রাকে আগুন লাগিয়ে দেয় ও সড়ক অবরোধ করে। ঘটনার ৪৫ মিনিট পরে দমকল বিভাগের কর্মীরা ট্রাকের আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হন।

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার হোসেন খান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ট্রাক চালককে আটক করা হয়েছে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  

শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।