কাগতিয়া গাউছুল আজম দরবারে ঈদে মিলাদুন্নবী মাহফিল আজ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪২ এএম, ২০ নভেম্বর ২০১৮

চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ৬৫তম পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হবে আজ (মঙ্গলবার)।

বিশ্বব্যাপী অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে রাউজান কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে বেলা ১টায় এ মাহফিল শুরু হবে। চলবে সারারাত।

এ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদ জোহর পবিত্র খতমে কোরআনে করিম, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শীর্ষক আলোচনা। বাদ আছর ফয়েজে কোরআনের মাধ্যমে নূরে কোরআন বিতরণ।

বাদ মাগরিব রাসূলে পাকের (সা.) সুন্নাত তরিক্বায় বায়আত (যারা বায়আতের নির্দিষ্ট ছবকপ্রাপ্ত), তাওয়াজ্জুহের মাধ্যমে রাসূলে পাকের (দ.) বাতেনি নূর বিতরণ, দেশবরেণ্য ওলামায়ে কেরামের তকরির ও তাবররুক বিতরণ।

বাদ এশা আওলাদে রাসূল মোর্শেদে আজম হুজুর ক্বেবলায়ে আলম মাদ্দাজিল্লুহুল আলীর নূরানী তকরির, মিলাদ, কিয়াম এবং আখেরি মোনাজাত।

এতে সকল আশেকে রাসূল ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি মাহফিল বাস্তবায়ন পরিষদের পক্ষ হতে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।