রাজশাহীতে মিলল দুইজনের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৯ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে উপজেলার গাঁওপাড়া এবং আটঘরি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

তারা হলেন- উত্তর গাঁওপাড়া এলাকার আবুল কালাম তপনের মেয়ে নিপা আক্তার (১৬) ও আটঘরি চেয়ারম্যান পাড়ার মৃত হযরত আলীর ছেলে শুকুর আলী (৫০)।

উপজেলার ইসালামি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থীয় অংশ নেয়ার কথা ছিল মৃত নিপা আক্তারের।

দুই পরিবারের ভাষ্য, নিপা মৃগী রোগী ছিলেন। আর শুকুর আলী ছিলেন মানসিক ভারসাম্যহীন। পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন শুকুর আলী।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন আলী বলেন, রোববার বিকেলে শুকুর আলী এবং ওই দিনই রাত ৮টার দিকে নিপা নিজ বাড়িতে গলায় ফাঁস দেন। খবর পেয়ে রাতেই দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্তের জন্য সোমবার সকালে তাদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ নিয়ে অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।