পল্লীবিদ্যুতের ৫ গ্রাহককে জরিমানা


প্রকাশিত: ১১:২২ এএম, ১৮ আগস্ট ২০১৫

মিটার টেম্পারিং করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ৫ গ্রাহককে ৭ লাখ ৩৯ হাজার ৭৮২ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত গাজীপুর মহানগরীর কোনাবাড়ি, কাশিমপুর, সারদাগঞ্জ, বাগবাড়ি ও লতিফপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন গাজীপুরের নির্বাহী ম্যাজিট্রেট সাজিয়া আফরোজ। এ সময় গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) শেখ মোহাম্মদ আলী, মোখলেছুর রহমান, এজিএম সোলাইমান হোসেনসহ পল্লীবিদ্যুতের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জানা গেছে, মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরি করে ব্যবহারের দায়ে সারদাগঞ্জ এলাকার মো. মন্তাজ উদ্দিনকে ২লাখ ৯৩ হাজার ৭২ টাকা, শৈলডুবি এলাকার কাশেম আলীকে ১লাখ ১৭ হাজার ৫২৯ টাকা, লতিফপুর এলাকার জামাল হোসেনকে ১ লাখ ৫ হাজার ৮২৬ টাকা, একই এলাকার মো. সালামকে ৫৯ হাজার ১৫ টাকা এবং বাগবাড়ি এলাকার আফতাব উদ্দিনকে ১ লাখ ৬৪ হাজার ৩৪০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে এ টাকা আদায় করা হয়।
                    
মো. আমিনুল ইসলাম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।