খুলনায় ৩৬ লক্ষাধিক টাকার মদসহ নারী আটক


প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৮ আগস্ট ২০১৫

খুলনায় ৩৬ লক্ষাধিক টাকার দেশী-বিদেশী মদসহ মুন্নি আকতার নামে এক নারীকে আটক করেছে র‍্যাব। সোমবার গভীর রাতে মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মুন্নি আকতার সোনাডাঙ্গা উপজেলার শাহজাহান হাওলাদারের স্ত্রী।

মঙ্গলবার দুপুর ১টায় র‍্যাব-৬ খুলনা সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিয়াজ মাহমুদ ফয়সাল এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে র‍্যাবের একটি বিশেষ টিম মাদক ব্যবসায়ী  সোনাডাঙ্গায় শাহজাহান হাওলাদারের ভাড়া বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তার বাড়ি থেকে কেরু কোম্পানি এবং স্কটল্যান্ড, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের নানা ব্রান্ডের ৪৫৫ বোতল মদ ও ৭৩৬ বিয়ারের ক্যান এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩৬ লাখ ৬৭ হাজার টাকা।

এ সময় শাহজাহানের স্ত্রী মুন্নি আকতারকে আটক করা হয়। তবে শাহজাহানকে পাওয়া যায়নি। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‍্যাব কর্মকর্তা।

এর আগে ২০১১ সালে নগরীর বড় মির্জাপুর রোডের একটি বাড়ি শাহজাহান হাওলাদারের কোটি টাকার বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

আলমগীর হান্নান/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।