চাঁদপুর বিএনপির আহ্বায়কসহ ৩ নেতা জেলহাজতে


প্রকাশিত: ১০:১৯ এএম, ১৮ আগস্ট ২০১৫

পেট্রলবোমা মেরে মানুষ হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ তিন নেতার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লার আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

মানিকের সঙ্গে আরো যে দু’জনকে জেলহাজতে পাঠানো হয়েছে তারা হলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মাঝি এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল খান।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি শেখ মানিক হাইকোর্টে হাজির হয়ে এ মামলায়  চার সপ্তাহের জামিন নেয়। জামিনের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে হাইকোর্টের নির্দেশ অনুসারে নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে আদালত ওই মামলায় তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

জামিন নামঞ্জুরের পর পরই তাদের দ্রুত জেলহাজতে নিয়ে যাওয়া হয়। জামিন আবেদনের শুনানির সময় আদালত প্রাঙ্গণে বিএনপি ও এর সহযোগী সংগঠনের প্রচুর নেতা-কর্মী উপস্থিত ছিল।

বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী কামরুল ইসলাম ও কামাল হোসেনসহ বিএনপি এবং জামাতপন্থী অর্ধশত আইনজীবী। সরকার পক্ষে জামিনের বিরোধীতা করে বক্তব্য রাখেন কোর্ট সিআই মনিরুল ইসলাম।  

ইকরাম চৌধুরী/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।