শুভ্রা মুখার্জীর মৃত্যুতে নড়াইলে শোকের ছায়া


প্রকাশিত: ০৯:২২ এএম, ১৮ আগস্ট ২০১৫

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী নড়াইলের কন্যা শুভ্রা মুখার্জীর মৃত্যুতে নিজ জেলায় শোকের  ছায়া নেমে এসেছে।  তার আত্মার শান্তি কামনায় বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থনা করা হচ্ছে।

মঙ্গলবার মৃত্যুর খবর শোনার পরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, তুলারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চাঁচড়া মন্দির, নড়াইল জমিদার বাড়ি মন্দিরসহ বিভিন্ন স্থানে প্রার্থনা করা হয়।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আনোয়ার হোসেন জাগো নিউজকে জানান, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী নড়াইলের কন্যা শুভ্রা মুখার্জীর মৃত্যুতে আমরা ব্যথিত।
/ উপাধ্যক্ষ বরুন কুমার বিশ্বাস জানান, শুভ্রা মুখার্জীর আত্মার শান্তি কামনায় আমরা পূজা অর্চনা পালন করছি।

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস বোস জাগো নিউজকে জানান, দিদি আমাদের শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন।  দিদি বেঁচে থাকলেও দাদা বাবু (প্রণব মুখার্জী) আমাদের নড়াইলে আবারও আসতেন।

শুভ্রা মুখার্জী ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন।  তার বাবার নাম অমরেন্দ্র নাথ ঘোষ।  মা মীরা রানী ঘোষ।  শৈশবকালে তুলারামপুর মামা বাড়ি থেকে চাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন এবং ১৯৫৫ সালে ভারতে চলে যান।
উল্লেখ্য, রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জীর জন্মস্থান নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে।  শুভ্রা ঘোষরা ৪ ভাই ও ৪ বোনের মধ্যে একমাত্র কানাইলাল ঘোষ বর্তমানে নড়াইলের ভদ্রবিলা গ্রামে বসবাস করছেন।  অন্যরা সকলে ভারতে বসবাস করছেন।  ১৯৫৭ সালের ১৩ জুলাই শুভ্রা ঘোষের সঙ্গে বিয়ে হয় প্রণব মুখার্জীর।  অভিজিৎ মুখার্জী ও সুরজিৎ মুখার্জী নামের ২ ছেলে ও শর্মিষ্ঠা মুখার্জী নামের এক মেয়ে রয়েছে তাদের।

হাফিজুল নিলু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।