মুলাদীতে ট্রলার ডুবিতে এক যাত্রী নিখোঁজ


প্রকাশিত: ০৯:০০ এএম, ১৮ আগস্ট ২০১৫
ফাইল ছবি

বরিশালের মুলাদী উপজেলার নয়াভাঙ্গুলি নদীতে ট্রলার ডুবিতে মো. ছালাম সরদার (৪০) নামে এক যাত্রী নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ ছালাম সরদার কাজীরহাট থানার কাজীরাবাদ গ্রামের চান্দু সরদারের ছেলে।  

মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার স্থানীয়দের বরাত দিয়ে জানান, কাজীরহাটের হুরারহাট এলাকা থেকে ট্রলারটি মুলাদী উপজেলার খাসেরহাটের উদ্দেশ্যে রওয়ানা হয়।  খাসেরহাটে আজ হাটবার বলে ট্রলারে ধান, পাট ও অনান্য মিলিয়ে শতাধিক মণ মালামাল নিয়ে ১২ যাত্রী ছিলেন।  পথিমধ্যে নয়াভাঙ্গুলি নদীর কাটাখোলা ব্রিজের গোড়ায় ট্রলারটি অতিরিক্ত বোঝাইয়ের কারণে ডুবে যায়।  এসময় ট্রলারে থাকা ১১ ব্যক্তি সাঁতরে তীরে ওঠতে পারলেও দুপুর ২টা পর্যন্ত ছালাম সরদারের কোনো সন্ধান মেলেনি।

ওসি আরো জানান, ট্রলারটি তার এলাকা থেকে রওয়ানা দিলেও ট্রলার ডুবির ঘটনা মুলাদী থানার আওতাধীন এলাকায় ঘটেছে।  স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

সাইফ আমীন/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।