শেরপুরে জেলখানায় আসামির আত্মহত্যা
শেরপুর জেলখানায় সোহরাব আলী (৩০) নামে হত্যা মামলার এক প্রধান আসামি আত্মহত্যা করেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। সে শেরপুর সদর উপজেলার রৌহা চরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
জেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত এপ্রিল মাসে আপন সহোদর আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করে সোহরাব। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পরিবারের সদস্যরা তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।
রৌহা ইউপি মেম্বার ইদ্রিস আলী জানান, ঈদের পরের দিন বোন আকালনিসহ আত্মীয় স্বজন খাবার নিয়ে জেলখানায় দেখা করতে এলে সোহরাব জানায় দ্রুত তাকে ছাড়িয়ে না নিলে সে আত্মহত্যা করবে। ঘটনাটি সে গোপন রাখে। শনিবার সকালে জেল খানার ওয়াশরুমে ঢুকে সে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। জেল কর্তৃপক্ষ আশংকাজনক অবস্থায় দ্রুত তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ঘটনার সত্যতা স্বীকার করে শেরপুর জেল খানার জেলার মোঃ রফিকুল কাদের বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।