নৌকাডুবে পরিবহন শ্রমিক নিখোঁজ


প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৭ আগস্ট ২০১৫

সিলেটের গোয়াইনঘাটে খেয়া নৌকাডুবে মোহাম্মদ রনি (২৬) নামের এক পরিবহন শ্রমিক নিখোঁজ হয়েছেন। তিনি রাজধানীর সায়েদাবাদের গুলবাগ এলাকার বাসিন্দা মো. আব্দুর রশিদের ছেলে এবং ঢাকা-সিলেট সড়কে চলাচলকারী একটি বাসের শ্রমিক। সোমবার বিকেলে উপজেলার পূর্ব জাফলং এলাকায় এ ঘটনা ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকায় রনি তার শ্বশুর বাড়ি থেকে স্থানীয় বাংলা বাজারে যাওয়ার সময় নদীপাড় হওয়ার জন্য খেয়া নৌকায় উঠে। এ সময় বৈরী আবহাওয়া ও প্রচন্ড ঝড়ের কবলে পড়ে নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে ডুবে যাওয়া নৌকা থেকে অন্য যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও রনি তলিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা অনেক চেষ্টা চালিয়ে তার কোন সন্ধান পাননি।

তবে নিখোঁজের মরদেহ উদ্ধারের জন্য সিলেটের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের খবর দেয়া হয়েছে বলে জানা গেছে।

ছামির মাহমুদ/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।