স্বাস্থ্য পরীক্ষার পর কারাগারে মইনুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১০:০১ এএম, ১০ নভেম্বর ২০১৮
ফাইল ছবি

শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফের রংপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে ব্যারিস্টার মইনুল হোসেনকে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রংপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে সাড়ে ৯টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. দেবেন্দ্র নাথ সরকারের নেতৃত্বে ৫ সদস্যের একটি চিকিৎসক দল তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন।

এ বিষয়ে ডা. দেবেন্দ্র নাথ জানান, ব্যারিস্টার মইনুল হোসেন শারীরিকভাবে সুস্থ থাকলেও তিনি দীর্ঘস্থায়ী নানা রোগে ভুগছেন।

গত ৩ নভেম্বর জামিন আবেদন শুনানির জন্য ঢাকা থেকে রংপুর কারাগারে আনা হয় ব্যারিস্টার মইনুল হোসেনকে। পরে ৪ নভেম্বর তাকে আদালতে হাজির করে জামিন আবেদন জানালে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় শারীরিক অবস্থা বিবেচনা করে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে আবেদন জানান ব্যারিস্টার মইনুলের আইনজীবী।

জিতু কবীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।