কুষ্টিয়ায় ৭ আ. লীগ নেতার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল


প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৭ আগস্ট ২০১৫

জননিরাপত্তা বিঘ্নিত হওয়ায় কুষ্টিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের ১০টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছেন জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ বেলাল হোসেন। একই সঙ্গে লাইসেন্স বাতিলকৃত আগ্নেয়াস্ত্রগুলো জব্দ করারও নির্দেশ দেয়া হয়েছে। সোমবার জেলা প্রশাসনের একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।

বাতিলের তালিকায় রয়েছে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোমিনুর রহমান মোমিজের দু’টি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজের ৩টি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুর একটি, মিরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ওয়াহেদ জোয়ার্দ্দারের ১টি, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী জোয়ার্দ্দারের ১টি, মোমিজের ঘনিষ্ট সহযোগী মোস্তাফিজুর রহমান মধুর ১টি এবং মাছবাদী বাবুর ১টি আগ্নেয়াস্ত্র।

এদিকে শনিবার কুষ্টিয়ায় শোক দিবসের কর্মসূচি চলাকালে পুলিশের সামনে প্রকাশ্যে শর্টগান বের করে গুলি চালানো ঢাকার কাফরুল থানার বরখাস্ত হওয়া আলোচিত সেই পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান আনিসকে এখনো আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হয়নি।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, ঘটনার পর থেকে আনিস আত্মগোপনে রয়েছেন। তবে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পুলিশের একটি সূত্র জানায়, ১৫ আগস্ট শোক দিবসের কর্মসূচিতে কাফরুল থানার বরখাস্ত হওয়া আলোচিত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিসুর রহমান আনিস যে শর্টগান দিয়ে গুলি ছুঁড়েছিল সেটি আওয়ামী লীগের বহিস্কৃত নেতা মোমিনুর রহমান মোমিজের লাইসেন্সকৃত শর্টগান।

সূত্র বলছে, ১৫ আগস্টের এ ঘটনা ছাড়াও  সম্প্রতি কুষ্টিয়ায় বৈধ আগ্নেয়াস্ত্রের অপব্যবহার হচ্ছে। এ কারণে পুলিশ সুপারের দফতর থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু, সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ ও তার অন্যতম সহযোগী মোস্তাফিজুর রহমান মধুসহ বেশ কয়েক জন আওয়ামী লীগ নেতার অস্ত্রের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে   আওয়ামী লীগ নেতাদের এই ১০টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে সোমবার জেলা প্রশাসনের একটি সূত্র সাংবাদিকদের জানিয়েছেন।

জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এসব অস্ত্র জব্দ করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হলেও মাত্র ১টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। বাকি অস্ত্রগুলো এখনো জব্দ তালিকার বাইরেই রয়ে গেছে। রোববার ভোরে পুলিশ শহরের থানাপাড়া এলাকার নিজ বাসা থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেনের লাইসেন্সকৃত শর্টগানসহ ৫৬ রাউন্ড গুলি জব্দ করে।

আল-মামুন সাগর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।