জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস


প্রকাশিত: ১১:২৮ এএম, ১৭ আগস্ট ২০১৫

জয়পুরহাট বিজিবি-৩ ব্যাটালিয়নের সদস্য কর্তৃক উদ্ধারকৃত প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় সিমেন্ট ফ্যাক্টরি মাঠে মাদক ধ্বংস কার্যক্রম ও মাদক চোরাচালান প্রতিরোধে করণীয় শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদক ধ্বংস কার্যক্রমে বক্তব্য রাখেন বিজিবির রংপুর রিজিয়নের অতিরিক্ত মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান জি, বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান পিএসসি, বিজিবি-৩ জয়পুরহাট ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল সাব্বির হাসান তরফদার, অপারেশন কমান্ডার মেজর ইমাম হোসেন, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর আব্দুর রহিম, জেলা প্রশাসক আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম পিপিএম, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী প্রমুখ।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ১ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ৪১ হাজার ৬১৫ বোতল ফেনসিডিল, ২৬ হাজার ৪ শত টাকা মূল্যের লুজ ফেনসিডিল, ১৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল মদ, ২৭ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের নেশার বিভিন্ন ইনজেকশন, বিয়ার, গাঁজা, ইয়াবা, আতশবাজি, হেরোইনসহ বিভিন্ন প্রকারের মাদক। ধ্বংসকৃত মাদকের মূল্য ২ কোটি ৭৯ লাখ ৭১ হাজার ৩৩৩ টাকা বলে জানায় বিজিবি।

এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।