দিনাজপুরে মহাত্রিপুরারী কৈলাসপতির মহাস্নান যাত্রা


প্রকাশিত: ১১:২০ এএম, ১৭ আগস্ট ২০১৫

ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হলো ২ দিনব্যাপি হিন্দু সম্প্রদায়ের মহাত্রিপুরারী কৈলাসপতির মহাস্নান যাত্রা। সোমবার সকালে কৈলাসপতি শিব মূর্তিকে স্নানের মধ্য দিয়ে শেষ হলো এ মহাস্নান যাত্রা।

প্রতি বছরের মতো এবারও দিনাজপুর শহরের আনন্দ সাগরস্থ শিব মন্দিরে অনুষ্ঠিত হয় মহাত্রিপুরারী কৈলাসপতির মহাস্নান যাত্রা। এর আগের রোববার দিনাজপুর শহর হতে ৪০ কিলোমিটার দূরে বীরগঞ্জ উপজেলার মহুয়াগাঁও গ্রামের পূনর্ভবা নদীর বিপরীতমুখী (উত্তরমুখী) প্রবাহিত স্রোত হতে জল সংগ্রহ করে নগ্ন পদব্রজে (খালি পায়ে হেঁটে) ভক্ত ও পূন্যার্থীরা সন্ধ্যায় দিনাজপুরে এসে পৌঁছে।

রোববার রাতেই দিনাজপুর শহর থেকে ১৫ কিলোমিটার পুর্বে সদর উপজেলার সাহেবগঞ্জ হাট সংলগ্ন আত্রাই নদীর বিপরীতমুখী স্রোতের জল সংগ্রহ করে সোমবার প্রত্যুষে ভক্তরা আবার পদব্রজে এসে পৌঁছে আনন্দ সাগরস্থ শিব মন্দিরে। এখানে এসে সংগৃহীত জল দিয়ে কৈলাসপতি শিব মূর্তিকে স্নানের মধ্য দিয়ে মহাস্নান যাত্রার সমাপ্তি হয়।

দিনাজপুর বোলে বোম সেবা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ কুমার জানান, শুধু দিনাজপুর নয়, সারা বাংলাদেশ এমনকি ভারত থেকেও ভক্ত ও পূন্যার্থী এই মহাস্নান যাত্রায় অংশ নিতে আসে।

হিন্দু সম্প্রদায়ের মহাত্রিপুরারী কৈলাসপতির মহাস্নান যাত্রায় অংশ নেয়া ভক্ত ও পূন্যার্থীরা জানান, মনের বাসনা পূরণ করতে এবং তাদের পরিবারের মঙ্গল কামনায় মহাস্নান যাত্রায় অংশ নিতে প্রতি বছর তারা এখানে আসেন।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শ্যামল কুমার জানান, হিন্দু সম্প্রদায়ের মহাত্রিপুরারী কৈলাসপতির মহাস্নান যাত্রায় দেশ-বিদেশের হাজারো ভক্তের সম্মিলন ঘটায় এখানে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

এমদাদুল হক মিলন/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।