বদির হাতে লাঞ্ছিত সেই প্রকৌশলী তাৎক্ষণিক বদলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৪ এএম, ১৭ আগস্ট ২০১৫

দায়িত্বে গাফলতির অভিযোগে কক্সবাজারের উখিয়া উপজেলা প্রকৌশলী মোস্তফা মিনহাজকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। উখিয়া উপজেলা পরিষদের এক মাসিক উন্নয়ন সমম্বয় সভায় উপস্থিত হতে বিলম্ব হওয়ায় তাকে লাঞ্ছিত করে সাংসদ আব্দুর রহমান বদি।

উখিয়া উপজেলা প্রকৌশলীর দায়িত্ব থেকে সরিয়ে মোস্তফাকে ফেনীর সোনাগাজী উপজেলা প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি। সোমবার উখিয়া উপজেলা এলজিইডি অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

প্রকৌশলী মোস্তফা মিনহাজ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমাকে সোনাগাজী উপজেলায় বদলি করা হয়েছে।

মোস্তফা মিনহাজকে বদলি করা হলেও কাউকে তার স্থলাভিসিক্ত করা হয়নি বলে জানিয়েছেন উখিয়া এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী সোহারাব হোসেন।

প্রসঙ্গত, গত বুধবার উখিয়া উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমম্বয় সভায় উপস্থিত হতে বিলম্ব হওয়ায় উখিয়া- টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি উপজেলা প্রকৌশলী অফিসে গিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন। এরপর থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বির্তকিত সাংসদ আব্দুর রহমান বদির আইনানুগ শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে প্রকৌশলীগণ।

যদিও ঘটনার দুই দিন পর এক ভিডিও বার্তায় তাকে শারীরিকভাবে লাঞ্চিত করার বিষয়টি অস্বীকার করে সাংসদ বদি তাকে গালমন্দ করেছিলেন বলে জানান প্রকৌশলী মিনহাজ।

সায়ীদ আলমগীর/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।