কক্সবাজারে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৬ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

কক্সবাজার জেলার পেকুয়া থেকে দীর্ঘ আড়াই মাস আগে অপহৃত নাইমুল হাসান নামে এক শিশুকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে মঙ্গলবার (৬ নভেম্বর) ভোরে বাকলিয়ার রফিক সওদাগর কলোনির একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে দুই যুবককে আটক করা হয়। তারা হলেন- মো. সোহেল (৩০) ও মো. পারভেজ (২২)।

অপহৃত শিশু নাইমুল হাসান কক্সবাজার জেলার পেকুয়া এলাকার আবদুল হাই এর ছেলে।

র‌্যাব-৭ এর মেজর মো. রবিউল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘বাকলিয়ার রফিক সওদাগর কলোনির একটি কক্ষ থেকে শিশু নাইমুল হাসানকে উদ্ধার করা হয়েছে। পেকুয়া থেকে তাকে অপহরণ করে সোহেল ও পারভেজ। এরপর তাকে এ কলোনির একটি কক্ষে আটকে রাখে। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব শিশুটিকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে।

আবু আজাদ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।