মেহেরপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মানববন্ধন


প্রকাশিত: ০৭:৫০ এএম, ১৭ আগস্ট ২০১৫

অবিলম্বে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ, বৈষম্যের অবসান, হয়রানি ও ডি ক্যাটাগরি বন্ধসহ ভাতার হার উন্নীতকরণের দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খাইরুল হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

বাংলাদেশ মুক্তিাযোদ্ধা সমন্বয় পরিষদের মেহেরপুর জেলার আহ্বায়ক নুরুল হুদা, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলীসহ জেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা মানববন্ধনে অংশ নেয়।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।