চট্টগ্রামে ২০০ কেজি ইলিশ আটক


প্রকাশিত: ০৭:৪৩ এএম, ১১ অক্টোবর ২০১৪

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উঠান মাঝিরঘাট নামক এলাকার সাগর উপকূল থেকে ২০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার ভোর রাতের দিকে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওই ইলিশ মাছ জব্দ করা হয়।
 
কোস্ট গার্ড সূত্র জানায়, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সাগর থেকে সব ধরনের ইলিশ আহরণ ও বিপণন কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড। অভিযানের ধারাবাহিকতায় সাগর থেকে অবৈধভাবে ইলিশ মাছ শিকার করে বিক্রি করার প্রস্তুতির সময় শনিবার ভোর রাতের দিকে ২০০ কেজি ইলিশ মাছ জব্দ করে জেলা মৎস্য অফিসে হস্তান্তর করা হয়েছে।
 
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব ২০০ কেজি ইলিশ মাছ জব্দ করার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এই ঘটনায় কোনো জেলেকে আটক করতে পারেনি কোস্ট গার্ড। আটক মাছ নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।