অল্পের জন্য রক্ষা পেলো ৩০ যাত্রী


প্রকাশিত: ০৬:৩০ এএম, ১৭ আগস্ট ২০১৫

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে শিমুলিয়া ২নং ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে সিবোট ও ফেরির মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেয়েছে ৩০ যাত্রী। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টায় মাঝিকান্দি ঘাটের একটি সিবোট ১৯জন যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাট থেকে কাওড়াকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়। কিছুদূর গিয়ে ধারণক্ষমতার বাইরে আরো ৯যাএী লঞ্চ থেকে সিবোটে তুলে নেন। এরপর সিবোটটি অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিলে শিমুলিয়া ঘাটে ভিড়ানোর সময় ফেরি কেতুকির সঙ্গে সিবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিবোটটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে বলে মাওয়া ফাঁড়ির ইনচার্জ মো. ইউনুছ জানান।

তিনি আরো বলেন, ঘাটের নিকট পদ্মায় দুর্ঘটনা ঘটায় ৩০জন যাত্রী অল্পের জন্য বড় রকমের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে।
                                                           
এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।