র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ১৭ আগস্ট ২০১৫

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে ইয়াবা সম্রাট জাহিদুল ইসলাম প্রকাশ আলো (৩৫) নিহত হয়েছে। রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে নগরীর আকবর শাহ থানা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৩টি অ্যান্টিকাটার উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের কমান্ডার অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে আকবর শাহ এলাকায় একটি পিকআপ ভ্যানের ওপর দাঁড়িয়ে দুই সহযোগীর সঙ্গে কথা বলছিল আলো।

এ সময় ওই স্থান দিয়ে র‌্যাবের টহল পুলিশের একটি গাড়ি যাওয়ার সময় আলো ও তার সহযোগীরা ভীত হয়ে টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলোকে মৃত ঘোষণা করেন।

এর আগে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর হালিশহর এলাকায় আলোর বাসায় অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৯ লাখ টাকা সহ আলোকে গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে ছাড়া পেয়ে আলো আবারও ইয়াবা ব্যবসা চালিয়ে যায়। গত মাসে ৮০ হাজার পিস ইয়াবাসহ আলোর মালিকানাধীন একটি পিকআপ ভ্যান উদ্ধার করে পুলিশ।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।