হজে যেতে পারছেন না সিলেটের ১২৬২ জন হজযাত্রী
সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা দিলেও হজে যেতে পারছেন না সিলেটের এক হাজার দুইশ` ৬২ জন হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয়ে ডাটা এন্ট্রি না হওয়ায় তারা হজ পালন থেকে এ বছর বঞ্চিত হচ্ছেন বলে জানা গেছে।
এদিকে, হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়া শুরু করেছেন হজ যাত্রীরা। রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি ফ্লাইট ৪১৯ যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার পৌঁছেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার সাতশ` ৫৮ জন হজ করতে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন দুই হাজার ৬০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৯ হাজার ১৫৮ জন।
সূত্র জানায়, সরকারি নিয়ম অনুযায়ী এ বছরের ২৬ ফেরুয়ারির মধ্যে হজে গমনেচ্ছুদের টাকা জমা দেয়ার সময়সীমা নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু এর চারদিন পূর্বে ২২ ফেরুয়ারি ধর্ম মন্ত্রণালয় ডাটা এন্ট্রি বন্ধ করে দেয়। যে কারণে ২২ তারিখের পরে জমা দেয়া হজ গমনেচ্ছুদের নাম অন্তর্ভুক্ত হয়নি।
হাব সূত্র জানায়, অসাধু কিছু ট্রাভেলস ব্যবসায়ীর যোগসাজশে চারদিন পূর্বে ডাটা এন্ট্রি বন্ধ করে দিয়ে অবৈধ হাজিদের নাম অন্তর্ভুক্ত করা হয়। যে কারণে বৈধ উপায়ে আবেদনকারীদের নাম বাদ পড়ে যায়। আর তাতেই সিলেটের এক হাজার ২৬২ হজযাত্রীর আবার হজে যেতে পারেননি।
অ্যাসোসিয়েশন ট্রাভেলস এজেন্সি অব বাংলাদেশ (আটাব) এর সিলেট জেলার সভাপতি আবদুল জব্বার জলিল বলেন, সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা দিয়েও হজে যেতে পারছেন না এক হাজার ২৬২ জন হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয়ে ডাটা এট্রি না হওয়ায় তার হজে যেতে পারেনি বলে জানান তিনি।
এরই মধ্যে ডাটা এন্ট্রিতে সিলেটের কৌটা পদ্ধতি চালু ও আটকে পড়া হজযাত্রীদের বিশেষ ব্যবস্থয়ে ডাটা এন্ট্রির দাবিতে হাব সিলেট জোনের উদ্যোগে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়। কোনো কিছুতেই কাজ হয়নি।
ছামির মাহমুদ/বিএ