কারাফটক থেকে শিক্ষক নেতা সেলিম গ্রেফতার


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৬ আগস্ট ২০১৫

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তির পর বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে কারাফটকে আবার গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করে যাত্রাবাড়ি থানা পুলিশ।

কামিপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার নাসির আহমেদ জানান, যাত্রাবাড়ি থানার গাড়ি ভাঙচুরের তিনটি মামলায় সেলিম ভূইয়ার উচ্চ আদালতের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছার পর বিকেল সাড়ে ৫টার দিকে তাকে জামিনে মুক্তি দেয়া হয়।

যাত্রাবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
                
আমিনুল ইসলাম/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।