ইলিশ কিনতে গিয়ে বরখাস্ত ৩ পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৩:০০ পিএম, ৩১ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে জেলেদের কাছ থেকে অবৈধভাবে ইলিশ কিনতে যাওয়ার অভিযোগে বরখাস্ত হয়েছেন পুলিশের এক এএসআই ও দুই কন্সটেবল।

তারা হলেন- ভবেরচর হাইওয়ে পুলিশের এএসআই ইয়ামিন, কন্সটেবল সোহেল ও মোহাব্বত। এছাড়াও গাজীপুরেরর টঙ্গীতে হাইওয়ে পুলিশে সংযুক্ত করা হয়েছে পরিদর্শক (ইন্সপেক্টর) আলমগীর হোসেনকে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির নতুন দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ হাবিবুর রহমান জানান, ২০ অক্টোবর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে জেলেরা অবৈধভাবে মা ইলিশ শিকার করেন। জেলেদের কাছ থেকে অবৈধভাবে সেই ইলিশ কিনতে যাওয়ার অভিযোগে গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশের এই চার সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে তাদের ক্লোজ করা হয়।

পরে গত ২৮ অক্টোবর রোববার এএসআই ও দুই পুলিশ কন্সটেবলকে বরখাস্ত করা হয় এবং সোমবার ইন্সপেক্টর আলমগীর হোসেন গাজীপুরে টংগীতে সংযুক্ত হন।

তিনি আরো জানান, স্থানীয় জেলেরা গজারিয়া থানার ওসির কাছে ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন।

কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় গজারিয়ার ওসি হারুন অর রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানি না।’

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।