ডুবে যাওয়া তিন বন্ধুকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ আবির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ৩০ অক্টোবর ২০১৮

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে ভ্রমণে গিয়ে আশরাফ সিদ্দিকী আবির নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী। আবির উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর মধ্যপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক ওরফে আঙ্গুর মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুলের ১৬ জন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে ভ্রমণে যায় আবির। এরপর মোবাইলে সেলফি তুলতে গিয়ে ৩ বন্ধু পানিতে ডুবে যায়। এ সময় আবির বন্ধুদের উদ্ধার করতে গিয়ে নিজেই পানিতে ডুবে নিখোঁজ হয়। অন্য বন্ধুরা নিরাপদে নদীর পাড়ে উঠে আসে।

স্থানীয়রা উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আবিরের সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু প্রমুখ।

এ বিষয়ে লালপুর থানা পুলিশের ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, ডুবুরি দলকে সংবাদ দেয়া হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে নিখোঁজ ছাত্রকে উদ্ধারের চেষ্টা চলছে।

রেজাউল করিম রেজা/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।