শিশু অপহরণের সময় হাতেনাতে ধরা পড়লেন নারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৯ অক্টোবর ২০১৮

মেহেরপুরে শিশু অপহরণের সময় এক অপহরণকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিশিপুর বামন্দী প্রিক্যাডেট স্কুলের শিক্ষার্থী সেজুতিকে অপহরণের সময় তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, গাংনী উপজেলার নিশিপুর-বামন্দী প্রিক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও নিশিপুর গ্রামের হোটেল ব্যবসায়ী আবু হানিফের মেয়ে সেজুতিকে (৭) অপহরণের সময় দেখে ফেললে অপহরকারী ওই নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

আটক মোছা. চম্পা খাতুন ওরফে টগর ওই উপজেলার বাওট গ্রামের বাসিন্দা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিশু অপহরণের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আসিফ ইকবাল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।