রাজশাহী আদালত পরিদর্শনে প্রধান বিচারপতি


প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৬ আগস্ট ২০১৫
ফাইল ছবি

রাজশাহী আদালতে বিচার কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। রোববার দুপুরে তিনি এ কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুনাভ চক্রবর্তী ও প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ অনিসুর রহমান।

বিকেল সাড়ে ৪টায় প্রধান বিচারপতি রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সার্কিট হাউজে নাটোর জজশিপের জুডিশিয়াল কনফারেন্সে অংশগ্রহণের কথা রয়েছে। কনফারেন্স শেষে রাতে তিনি সার্কিট হাউজে অবস্থান করবেন।
 
সবশেষ সোমবার সকালে তিনি নাটোর জেলা জজ আদালত, জেলা ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসমূহ পরিদর্শন করবেন। পরে বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশ্যে নাটোর ত্যাগ করবেন।

শাহরিয়ার অনতু/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।