টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:৪৪ এএম, ২৬ অক্টোবর ২০১৮
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মো. লালু নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ বন্দকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন নাফ নদীর পাড়ে দুই গ্রুপের মধ্যে ইয়াবার ভাগবাটোয়ারা নিয়ে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

পরে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া যায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, ১০ রাউন্ড ও ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

নিহত লালু হ্নীলার তালিকাভুক্ত ডাকাত হামিদের সহযোগী ও মাদক ব্যবসায়ী বলেও জানায় পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।