সুন্দরবনে অপহৃত জেলে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৫ অক্টোবর ২০১৮

সুন্দরবনের চুনকুড়ি নদীর মাথাভাঙ্গা খালে অভিযান চালিয়ে অপহৃত জেলে রুহুল আমিন মোড়লকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় উদ্ধার করা হয়েছে চারটি পাইপগান, চকলেট বোমা, চাকু, মোবাইল ফোন ও নৌকা। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

উদ্ধার রুহুল আমিন মোড়ল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের জাকের মোড়লের ছেলে।

শ্যামনগর উপজেলার কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের কর্মকর্তা আমির হোসেন জানান, বনদস্যুরা অবস্থান করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। আমাদের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যুরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারটি পাইপ গান, ২০৩টি চকলেট বোমা, একটি চাকু, আট প্যাকেট মার্বেল, বনদস্যুদের ব্যবহৃত একটি মোবাইল, একটি নৌকা ও অপহৃত এক জেলেকে উদ্ধার করা হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।