গুপ্তধনের সন্ধানে নেমে আগরবাতি-টিস্যু পেল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৪ অক্টোবর ২০১৮

গুপ্তধনের সন্ধানে নেমে রাজশাহীর বাঘায় আগরবাতি, টিস্যু ও গেঞ্জির ছেঁড়া অংশ পেয়েছে পুলিশ। মঙ্গলবার দিনভর খোঁড়াখুঁড়ির পর উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা থেকে এসব উদ্ধার করা হয়।

এলাকাবাসীর ভাষ্য, পীরগাছার আড়ানী মাদরাসার শতবর্ষী আমবাগানের দক্ষিণ পাশে গুপ্তধন আছে- এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। এরপর পুলিশ দাঁড়িয়ে থেকে সেখানে খনন কাজ চালায়। প্রায় সাড়ে চার ফুট মাটি খননের পর বেরিয়ে আসে কিছু আগরবাতি, টিস্যু ও গেঞ্জির ছেঁড়া অংশ।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী জানান, গুপ্তধনের খবর পেয়ে পুলিশ গিয়ে মাটি খনন করে। তবে সেখানে তেমন কিছুই মেলেনি।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।