কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ আহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৩ এএম, ১৬ আগস্ট ২০১৫

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রীসহ তিনজন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার পারুয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সবাই পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশাযোগে কলেজে আসার পথে ওই কলেজের অদূরে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিযাত্রী কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী হাফেজা আক্তার লাকী, ছাত্র মেহেদী হাসানসহ তিনজন আহত হন। এতে গুরুতর আহত লাকীকে প্রথমে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও পরে কুমিল্লা নগরীর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।

লাকী জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া গ্রামের আবু হানিফের মেয়ে। ট্রমা সেন্টারের চিকিৎসকরা জানান, লাকীর মাথায়, হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। কলেজের সহকারী অধ্যাপক আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি ও পিকআপভ্যানটি আটক করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।