নড়াইলে প্রণবের স্ত্রীর রোগমুক্তি কামনা


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ১৬ আগস্ট ২০১৫

নড়াইলের কৃতি সন্তান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সহধর্মিণী শুভ্রা মুখার্জি শ্বাসকষ্টজনিত কারণে দিল্লী সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগমুক্তি কামনায় নড়াইলে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া এবং প্রার্থনা করা হচ্ছে।

শৈশবে তিনি নড়াইল সদর উপজেলার তুলারামপুর চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তার সাবেক এ শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে এমন একটি প্রার্থনা করা হয়।

চাচড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এলাকার জনপ্রতিনিধিসহ আমজনতা শুভ্রা মুখার্জির ছবি সামনে রেখে রোগমুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

এসময় বক্তব্য রাখেন, চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুণ্ডরিক কুমার বিশ্বাস, তুলারামপুর ইউনিয়নের সদস্য পিটু বিশ্বাস, চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৃপ্তি রানী ঘোষ, শুভ্রা মুখার্জির আত্মীয় কার্তিক কুমার ঘোষ প্রমুখ।



কার্তিক কুমার ঘোষ জাগো নিউজকে জানান, তিনি ১৯৪৭ সালের ১৭ সেপ্টেম্বর সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম অমরেন্দ্রনাথ ঘোষ, মা মীরা রানী ঘোষ। শৈশবকালে তুলারামপুর মামাবাড়ি থেকে চাচড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন এবং ১৯৫৫ সালে ভারতে চলে যান।

এ ছাড়াও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, তুলারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চাঁচড়া মন্দির, নড়াইল জমিদার বাড়ি মন্দিরসহ বিভিন্ন স্থানে প্রার্থনার আয়োজন করা হয়।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মন্দিরে আয়োজিত প্রার্থনা অনুষ্ঠানে বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ বরুন কুমার বিশ্বাস প্রমুখ।



উল্লেখ্য যে, রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জীর জন্মস্থান নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে। প্রায় ১২ বছর পর্যন্ত নড়াইলে থাকার পর স্বপরিবারে ভারতে চলে যান তারা। সেখান থেকেই রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বিয়ে হয়।

২০১৩ সালের ৫ মার্চ ভারতের রাষ্ট্রপতি তিনদিনের সফরে বাংলাদেশে এসে স্ত্রী শুভ্রা মুখার্জিকে নিয়ে শ্বশুরবাড়ি  নড়াইলের ভদ্রবিলা গ্রামে বেড়াতে আসেন।

রাষ্ট্রপতি তার স্ত্রীর জন্মস্থান নড়াইলে সরকারি ভিক্টোরিয়া কলেজে তিনতলা বিশিষ্ট একটি ছাত্রী হোস্টেল,  মামা বাড়ি চাঁচড়ায় একটি মন্দির ও একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভবন নির্মাণ করেছেন।

হাফিজুল নিলু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।