দামুড়হুদায় অস্ত্রসহ গ্রেফতার ১


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ১৬ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার রশিক শাহ মাজারের কাছ থেকে একটি পাইপগান ও ১৭০ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট ও একাধিক মামলার আসামি আব্দুর রশিদ ওরফে পাপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। আটক পাপ্পু সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের বজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানের নির্দেশে উপপরিদর্শক (এস আই) মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাজারের কাছে ছিল। এসময় আকন্দবাড়িয়া থেকে দর্শনা গামী একটি ভ্যানকে গতিরোধ করে আব্দুর রশিদ পাপ্পুকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে একটি পাইপগান ও ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গ্রেফতারকৃত পাপ্পুর বিরুদ্ধে দামুড়হুদা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারেও দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে।

সালাউদ্দিন কাজল/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।