ইউএনও’র বাসায় মিলল ১৮টি সাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:২০ পিএম, ২২ অক্টোবর ২০১৮

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন সুলতানার সরকারি বাসভবন থেকে ১৮টি বিষধর সাপ উদ্ধার করে মারা হয়েছে। সোমবার এই সব সাপ উদ্ধার করে মারা হয়। বাসাটিতে আরও সাপ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, অনেক আগে থেকে এই বাসার নারিকেল গাছ, আমড়া গাছ ও বাসার ছাদে সাপ আস্তানা করে আছে। বিষয়টি জানতে পেরে সোমবার বাসা পরিষ্কার করতে পরিচ্ছন্ন কর্মীরা কাজ শুরু করে। জেলা প্রশাসকের অনুমতি ক্রমে এ সময় কিছু গাছের ডাল কাটা হলে সেই সব গাছ , বাড়ির ছাদ ও বাথরুম থেকে ১০টি সাপ উদ্ধার করে মারা হয়। এর আগেও এই বাসা থেকে আটটি সাপ মারা হয়েছে। পরে সাপুড়ে নিয়ে এসে পুরো বাড়ি তল্লাশি করা হয়।

তিনি বলেন, বাসাটি অনেক পুরাতন ও আশপাশে বাগান থাকায় এই সব সাপ আস্তানা গেড়েছে। বাসাটিতে বসবাস করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান ইউএনও।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।