বলগেটের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বালু ভর্তি বলগেটের ধাক্কায় ব্রিজ ভেঙে নদীতে পড়েছে। সোমবার ভোরে উপজেলার গালুয়া-সাতুরিয়া ইউনিয়নের সংযোগ সড়কের চাড়াখালি বাজার সংলগ্ন পোনা নদীর ওপরের ব্রিজটি ভেঙে পড়ে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
আটকরা হলেন- পাথারঘাটার কালমেগা গ্রামের মজিদ খানের ছেলে বলগেটের সুকানি হাসান খান (৩০) ও ভান্ডারিয়ার উত্তর গৌরিপুর গ্রামের মফিজুদ্দিন হাওলাদারের ছেলে বলগেটের মিস্ত্রী সাইমুন হাওলাদার (২৩)।
দুর্ঘটনা কবলিত হিযরত-১ নামের ওই বলগেটটির মালিক পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নজরুল ইসলাম। ব্রিজটি ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছে গালুয়া ও সাতুরিয়া ইউনিয়নেয়র অন্তত ২০টি গ্রামের মানুষ।
উপজেলার মধ্য চাড়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে আজাদ খান জানান, ভোরে বালু ভর্তি বলগেটের প্রচণ্ড ধাক্কায় ব্রিজটি মাঝ থেকে ভেঙে পড়ে। সাতুরিয়া ও গালুয়া ইউনিয়নের একমাত্র সংযোগ সড়কের এ ব্রিজটি ভেঙে পড়ায় মধ্য চাড়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাড়াখালি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও চাড়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থীর স্কুলে যাওয়া আসায় চরম বিঘ্ন ঘটেছে। এছাড়া আশপাশের প্রায় ২০টি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত ব্যবস্থায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বলগেটের সুকানির ভুলে দুর্ঘটনাটি ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এলজিইডির রাজাপুর উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান জানান, প্রায় ১৫ বছর আগে ১০ লাখ টাকা ব্যয়ে চাড়াখালি গ্রামের পোনা নদীর ওপরে আরডিপি প্রকল্প-১৯ এর আওতায় এলজিইডির তত্ত্বাবধানে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ব্রিজটি জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আরএআর/এমএস