রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০২:১৪ পিএম, ২২ অক্টোবর ২০১৮

রাজশাহীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিআরটিএর সহায়তায় রাজশাহী জেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।

জেলা প্রশাসক এসএম আবদুল কাদেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেনরাজশাহীর বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, রাজশাহী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সামসুজ্জোহা, রাজশাহী বিআরটিএর উপপরিচালক আশরাকুর রহমান, নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ত্রুটিপূর্ণ যান নিয়ন্ত্রণ, ঝুঁকিমুক্ত সড়ক নিশ্চিত, চালকের দক্ষতা বৃদ্ধি এবং ট্রাফিক সচেতনতার প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা। এনিয়ে সংশ্লিষ্ট সকলকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তারা।

Rajshahi-(2)

এর আগে এ নিয়ে নগরীতে সচেতনতামূলক র‌্যালি বের হয়। এতে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে সড়ক সচেতনায় আলাদা মানববন্ধন করেছে রাজশাহী কলেজ। সকালে কলেজের সামনের সড়কে ওই মানবন্ধনে কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ হবিবুর রহমানের নেতৃত্বে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুনে স্লোগান লিখে পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

ফেরদৌস সিদ্দিকী/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।